Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন নেইমার

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে ভাগ্য সুপ্রসন্ন হলো না নেইমারের। গ্রুপপর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচ রয়েছে সুইজারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। মার্কার এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এ পর্বের শেষ ম্যাচ ক্যামেরুনের বিপক্ষেও নেইমারের খেলা নিয়ে আশঙ্কা রয়েছে। তবে এখনই বিশ্বকাপ শেষ হয়ে যায়নি তার।

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু করেছে ব্রাজিল। তবে এ ম্যাচেই ইনজুরিতে পড়েন নেই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কপালে যা চিন্তার ভাঁজ ফেলেছে।

ডান পায়ের গোড়ালির ইনজুরির কারণে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচ মিস করবেন নেইমার। তৃতীয় ম্যাচেও তাকে দলে পাওয়া নিয়ে বড় সন্দেহ আছে।

ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের ইনজুরি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এজন্য আমাদের ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে। অর্থাৎ একদিন বা দুইদিন পরই জানা যাবে সে বিশ্বকাপে অনিশ্চিত কি না।

তবে বিশ্বকাপের বাকি অংশে নেইমারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ব্রাজিল কোচ তিতে। তিনি বলেন, আমি বুঝতে পারিনি তার চোট লেগেছে। এখন সেটা জেনেছি। তবে এ চোট কাটিয়ে ফেরার ক্ষমতা আছে তার। আমি আশা করি, শিগগিরিই মাঠে নামবে সে।

শুক্রবার (২৫ নভেম্বর) নেইমারের এমআরআই করা হবে। তার ঘনিষ্ঠজনরা বলছেন, তার উন্নতি বুঝতে আরও সময় লাগবে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এরপরই জানানো হবে, ক্যামেরুন ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা।

এদিকে ব্রাজিল ফরোয়ার্ড নিজে ইনস্টাগ্রামে এক পোস্টে আস্থা রাখতে বলেছেন ভক্তদের। ছবিটি বইয়ের একটি পাতার, যেখানে পর্তুগিজ ভাষায় ‘আস্থা রাখুন’ কথাটি ব্যাখ্যা করা হয়েছে, ‘এই বিশ্বাস রাখা যে সবকিছু ঠিক হয়ে যাবে, এমনকি সেটি বিরুদ্ধস্রোতেও। এটা নিশ্চিত যে সেরাটার দেখা পাওয়া এখনো বাকি। সময় হলেই দেখা পাওয়া যাবে। বিশ্বাস বা আস্থা মানুষ দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পারে।’




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন