শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

কাতার বিশ্বকাপে প্রথম লাল কার্ড

ক্রীড়া প্রতিবেদক

প্রথম লাল কার্ড দেখলো কাতার বিশ্বকাপ। আর বিশ্বকাপের প্রথম লালকার্ড পেলেন ওয়েলস ফুটবল দলের গোলরক্ষক ডব্লিউ হেনেসি। ম্যাচের ৮৬ মিনিটের মাথায় নিজের সীমানা থেকে বেরিয়ে এসে নিয়মবহির্ভূতভাবে ইরানের এক খেলোয়াড়কে আঘাত করায় তাকে এ লালকার্ড হজম করতে হয়।

প্রিমিয়ার লীগ ক্লাব নটিংহ্যামের খেলোয়াড় হেনেসি বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় গোলরক্ষক যিনি এ লালকার্ড পেলেন।

এর আগে ২০১০ সালে উরুগুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক ইতুমিলেং এবং ১৯৯৪ সালে নরওয়ের বিপক্ষে ইতালির জিয়ানলুকা প্যাগলুকাকে লালকার্ড হজম করতে হয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন