Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ওয়েলসের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যুক্তরাস্ট্র

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপে সুযোগ পেয়েছে ওয়েলস। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে যুক্তরাস্ট্রের। শুরুটা ভালো করতে পারলো না বেলরা। প্রথমার্ধে ১-০তে পিছিয়ে গেল দলটি। ম্যাচের ৩৬ মিনিটে ওয়েলসের জালে বল জড়ায় যুক্তরাস্ট্র।

সোমাবার (২১ নভেম্বর) কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয়। খেলাটি সরাসরি দেখা যাচ্ছে গাজী টিভি ও টি-স্পোর্টসে।

বিশ্বকাপের পরবর্তী আসর হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। তাই স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ শুরুর আগে কাতার বিশ্বকাপে নিজেদের সামর্থ্য জানান দিতে চায় যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যেই তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দুর্দান্ত এক দল নিয়ে কাতার এসেছে তারা।

যুক্তরাষ্ট্র একাদশ : ফরমেশন (৪-৩-৩)

ম্যাট টার্নার, টিম রিম, সার্জিনো ডেস্ট, এন্টোনি রবিনসন, ওয়াকার জিমারমান, ওয়েস্টন ম্যাককিনি, ইউনুস মুসা, টাইলার অ্যাডামস, ক্রিস্টিয়ান পুলিসিচ, জোস সার্জেন্ট, টিমোথি উইয়াহ।

ওয়েলস একাদশ : ফরমেশন (৫-৩-২)

ওয়েইন হেনেসি, বেন ডেভিস, ক্রিস মেফাম, নিকো উইলিয়াম, জো রোডোন, অ্যারন রামসে, এথান আমপাডু, কনর রবার্টস, ড্যানিয়েল জেমস, গ্যারেথ বেল, হ্যারি উইলসন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন