Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শক্তিশালী একাদশ নিয়ে ইরানের বিপক্ষে নেমেছে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

৫৬ বছরের আক্ষেপ দূর করতে কাতার বিশ্বকাপের মঞ্চে মাঠে নেমেছে ইংল্যান্ড। বিশ্বজয়ের পথে ইংলিশদের প্রথম বাধা এশিয়ার দেশ ইরান।

‘বি’ গ্রুপের ম্যাচটি খেলতে দুই দল খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নেমেছে। ইরানের বিপক্ষে জিততে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে গ্যারেথ সাউদগেটের দল।

ইরানের বিপক্ষে সাউদগেট ৪-২-৩-১ ফরমেশন নিয়ে নিজের দলকে সাজিয়েছেন। স্ট্রাইকার হিসেবে ইংলিশদের নেতৃত্ব দেবেন তারকা ফুটবলার হ্যারি কেইন। তিনি খেলবেন নাম্বার নাইন হিসেবে। তার পেছনে থাকছেন ম্যাসন মাউন্ড, রহিম স্টার্লিং এবং বুকাইয়ো সাকা।

ডিফেন্সে ইংলিশরা ভরসা রেখেছেন হ্যারি ম্যাগুয়ের, ট্রিপিয়ের, লুক শ এবং স্টোনসকে নিয়ে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকছেন বেলিংহ্যাম এবং রিস। গোলবারের দায়িত্ব সামলাবেন পিকফোর্ড।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন