Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিশ্বকাপে প্রথম নারী রেফারি

ক্রীড়া প্রতিবেদক

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম তিনজন নারী রেফারি ম্যাচ পরিচালনা করবেন। তারা হলেন-ফ্রান্সের স্তেফানি ফ্র্যাপার্তে, রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। এর বাইরে আরও তিনজন নারী সহকারী রেফারি থাকছেন ২০২২ কাতার বিশ্বকাপে। ফ্র্যাপার্তে এর আগে ইউরো, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পরিচালনা করেছেন।

নারী বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক হাইপ্রোফাইল অনেক ম্যাচেই বাঁশি বাজানোর অভিজ্ঞতা রয়েছে ৩৮ বছর বয়সি এই ফরাসি নারীর। রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা প্রথম নারী হিসাবে পরিচালনা করেছেন আফ্রিকান কাপ অব নেশন্সের ম্যাচ। আর জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা প্রথম নারী রেফারি ছিলেন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে।

বিশ্বকাপকে ঘিরে এরই মধ্যে ৩৬ রেফারি, ৬৯ সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে সহকারী নারী রেফারিরা হচ্ছেন-ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন ডিয়াজ আর যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন