কলারোয়ায় উড়ছে ব্রাজিলের ১১০ হাত লম্বা পতাকা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা এলাকায় ১১০ হাত লম্বা ব্রাজিলের পতাকা উড়লো টানানো হয়েছে। উপজেলার সাতপোতা যুব সংঘের সদস্যরা এ পতাকাটি টানিয়েছেন। নিজস্ব অর্থায়নে তারা এক পতাকাটি বানিয়েছেন।

সাতপোতা যুব সংঘ ক্লাবের সভাপতি সুমন রানা ও সাধারণ সম্পাদক জাহিদ হাচান শাওন জানান, কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ খেলা। আমরা ব্রাজিল দলকে সাপোর্ট করি। সেই জন্য পতাকাটি টানিয়েছি। এই পতাকার দৈর্ঘ্য ১১০ হাত লম্বা।

ক্লাবের সভাপতি সুমন রানা আরও জানান, আমি, ক্লাবের সাধারণ সম্পাদকসহ জাহিদ হাসান, শিপন, রানা, হ্যাপি, অনিক, রুহুল কুদ্দুস, আনিস, জাকিরসহ ক্লাবের সদস্যরা মিলে অর্থ দিয়ে পতাকাটি তৈরি করেছি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন