Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কাতার বিশ্বকাপে ৮ বাংলাদেশি

ক্রীড়া প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বকাপ শুরু হতে বাকি নেই এক সপ্তাহও। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের ২২তম আসরকে সামনে রেখে গোটা বিশ্ব এখন ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে। ফুটবলের সবচেয়ে বড় এ আয়োজনকে ঘিরে বাংলাদেশেও চলছে কথার লড়াই। বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ না পেলেও কাতার বিশ্বকাপে থাকছে বাংলাদেশের নাম।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রতিবারই সদস্য দেশগুলো থেকে স্বেচ্ছাসেবক নেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কাতার বিশ্বকাপে সেই স্বেচ্ছাসেবক দলের অংশ হিসেবে সুযোগ পেয়েছেন ৮ জন বাংলাদেশি।

বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবক মনোনয়নের কাজটি দেখভাল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরে আজ সোমবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে স্বেচ্ছাসেবকদের এই তালিকা প্রকাশ করেছে বাফুফে।

বিশ্বকাপে মনোনীত ৮ বাংলাদেশি স্বেচ্ছাসেবক হলেন- হাসানুল ইসলাম, জাহিদ হাসান, আব্দুল করিম, ওয়াসিফ আজাদ, আউয়াল আহমেদ, কাজী তাওহীদ, আবু নোমান মোঃ রেজওয়ান ও রিয়াজুল হোসেন অনিক।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে ইকুয়েডরের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের ফুটবল বিশ্বকাপের। ২৮ দিনব্যপী এই ফুটবল মহাযজ্ঞের পর্দা নামবে ডিসেম্বরের ১৮ তারিখ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন