বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

অ্যাডিলেডে পথ হারাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টির পর পরিবর্তিত লক্ষ্য ১৫১। ১৬ ওভারে করতে হবে এই রান। ৭ ওভারে ৬৬ রান তুলে ফেলার পর পরের ৯ ওভার তথা ৫৪ বলে বাংলাদেশের লক্ষ্য ৮৫। এই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভার, তথা ম্যাচের ৮ম ওভারেই দুর্ভাগ্যজনক রানআউট হয়ে গেলেন লিটন দাস।

এদিকে পান্ডিয়া আগের ওভারেও করেছিলেন শর্ট লেংথে, এবার প্রথম বলটিও করলেন সেখানেই। তুলে মারতে গিয়ে ক্যাচ দিলেন ইয়াসির। ২২ বলে দরকার ৪৯ রান, বাকি ৫ উইকেট।

আফিফের মতো প্রায় একই লেংথ থেকে অর্শদীপ সিংকে একই ধরনের শট খেলতে গেলেন সাকিব, ফিরতে হলো তাঁকেও। বদলি ফিল্ডার দীপক হুডা ভুল করেননি, বাংলাদেশ অধিনায়ক ফিরেছেন ১২ বলে ১৩ রান করে।

অর্শদীপ সিংয়ের লেংথ কম ছিল, টেনে মেরেছিলেন আফিফ। বল উঠেছিল অনেক, তবে যায়নি বেশিদূর। লং অন থেকে ছুটে এসে ভুল করেননি সূর্যকুমার। ক্যাচের পর তাঁর উদ্‌যাপনই বলছিল, এ উইকেটের অর্থ তাঁদের কাছে কী।

এবার নাজমুল হোসেন! ১০ম ওভারে মোহাম্মদ শামির প্রথম বলেই টেনে মিডউইকেটে মারার চেষ্টা করেন নাজমুল। টাইমিং ভালো হয়নি। ক্যাচটি নেন সূর্যকুমার যাদব। ২৫ বলে ২১ রান করে ফিরলেন নাজমুল। ইনিংসে ১ চার ও ১ ছক্কা।

এর আগে ২৬ বলে ৫৯ রান নিয়ে বৃষ্টির পর খেলতে নামেন লিটন। ৮ম ওভারের প্রথম বলে অশ্বিনের কাছ থেকে ১ রান নেন তিনি। দ্বিতীয় বলে নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় রান নিতে গিয়েই বিপদে ফেলে দেন লিটনকে। তবে দুর্ভাগ্য লিটনের, লোকেশ রাহুলের সরাসরি থ্রো গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। ৬০ রানে রানআউট হয়ে গেলেন লিটন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন