বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ক্যারিবীয়দের বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল স্কটল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছোট দলগুলো নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে। প্রথম ম্যাচে লঙ্কানদের ৫৫ রানে হারিয়ে দিয়েছিল নামিবিয়া। আর সোমবার (১৭ অক্টোবর) বেলেরিভ ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ১৬০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেল স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে করতে হবে ১৬১ রান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে স্কটল্যান্ডের দুই ওপেনার মুন্সি এবং জোন্স। ওপেনিং জুটি থেকে আসে ৫৫ রান। জোন্স ২০ রান করে হোল্ডারের বলে বোল্ড হলেও মুন্সি চালিয়ে যান নিজের খেলা। এরপর বৃষ্টির বাঁধায় আধঘণ্টার মতো খেলা বন্ধ ছিল। এরপর স্কটল্যান্ডের রানের গতিও কমে যায়।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ 
কাইল মায়ার্স, এভিন লুইস, ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডেন স্মিথ, আকেল হোসেইন, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাককয়।

স্কটল্যান্ড একাদশ 
জর্জ মুন্সি, মাইকেল জোন্স, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন (অধিনায়ক), ক্যালাম ম্যাকলিওড, ক্রিস গ্রিভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরিফ ও ব্র্যাড হুইল।   




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন