খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে ৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) নগরীর আটরা গিলাতলা আফিল গেটস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয় পেয়েছে বিএফএফ একাদশ ও ম্যানসিটি ক্লাব। মুক্ত বাংলা সংস্থা ও বিকেএসপির ম্যাচ অমিমাংসীত ভাবে শেষ হয়েছে।
দুপুর পৌনে ১টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে নিউ একতা ক্লাব বনাম বিএফএফ একাদশ। খেলায় বিএফএফ একাদশ ১-০ গোলে নিউ একতা ক্লাবকে পরাজিত করে। ২১ মিনিটের সময় দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেন ১৩নং জার্সি পরিহিত খেলোয়াড় আকন। খেলায় রেফারী ছিলেন সুমন রাজু, কামরুল আযম বাবু, বিপ্লব ও আহাদ আলী।
দুপুর আড়াইটায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মুক্ত বাংলা সংস্থা ও বিকেএসপি। খেলাটি ১-১ গোলে অমিমাংসীত ভাবে শেষ হয়। খেলার ৬ মিনিটের সময় বিকেএসপির ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। ১২ মিনিটের সময় মুক্ত বাংলার ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় লিখন গোল করে খেলায় সমতা আনে। সমতা নিয়ে বিরতীতে যায় উভয় দল। বিরতী থেকে ফিরে উভয় দলই জয়ের আশায় আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। তবে আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে উভয় দলকে। উভয় দলের ৩ খেলায় সমান ৫ পয়েন্ট। খেলায় রেফারী ছিলেন বাশির আহমেদ লালু, কামাল হোসেন, সুমন রাজু ও নিলয় বেগ।
বিকেল ৪টায় দিনের তৃতীয় ম্যাচে লড়াই করে শক্তিশালী ম্যানসিটি ক্লাব এবং মিজান স্মৃতি সংসদ। খেলায় ম্যানসিটি ক্লাব ২-১ গোলে মিজান স্মৃতি সংসদকে পরাজিত করে। খেলার ৫ মিনিটে ম্যানসিটি রাশেদের গোলে এগিয়ে যায়। ২৫ মিনিটের সময় মিজান স্মৃতির লিখন গোল করে খেলায় সমতা আনে। সমতা নিয়ে বিরতীতে যায় উভয় দল। বিরতী থেকে ফিরে উভয় দলই জয়ের আশায় আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। খেলায় ৫৭ মিনিটে ম্যানসিটির শাওন দলের পক্ষে ২য় গোল করেন। খেলায় রেফারী ছিলেন পার্থ প্রতীম কুন্ডু, আলী আকবর, আজিবর রহমান ও অসীম বিশ্বাস।
সোমবার (১৭ অক্টোবর) বিকেএসপি মাঠে ৩টি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর পৌনে ১টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে সুর্যমুখী ক্রীড়া চক্র বনাম রেডসান ক্লাব। দুপুর আড়াইটায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইয়ং আবাহনী ক্রীড়া চক্র ও ইয়ং ব্রাদার্স ইউনিয়ন। বিকেল ৪টায় দিনের তৃতীয় ম্যাচে লড়াই করবে শক্তিশালী বয়রা সবুজ সংঘ এবং এজাজ ফুটবল একাডেমি। মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।
খুলনা গেজেট/ টি আই

