বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে শাহরিয়ান ইলেভেন কাজদিয়া একাদশ চ্যাম্পিয়ন

রূপসা প্রতিনিধি

খুলনার রূপসা স্পোর্টস মিডিয়া আয়োজিত ৮ম শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ ১৪ অক্টোবর বিকেলে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় পিঠাভোগ ফুটবল একাদশ ও শাহরিয়ান ইলেভেন কাজদিয়া একাদশ অংশগ্রহণ করে। খেলায় ১-১ গোলে সমতা আসায় ট্রাইবেকারের মাধ্যমে ৪-৩ গোলে শাহরিয়ান ইলেভেন কাজদিয়া একাদশ জয় লাভ করে।

এর আগে খেলা উদ্বোধন করেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। খেলা পরিচালনা করেন প্রভাষক বাশির আহম্মেদ লালু,আবদুল্লাহ আল মামুন এলিচ,সুমন রাজু।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। ক্রীড়া সংগঠক খান আহমেদুল কবীর চাইনিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবীর প্যারিস, সমাজ সেবক মাফতুন আহম্মেদ রাজা। ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন এলিচের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু,রূপসা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন