সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে কাটার অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে যাচ্ছেন মোস্তাফিজ শুরু থেকেই। তবে টেস্টে এই বাঁ হাতি পেস বোলার নিয়মিত নন। টেস্ট অভিষেকে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে (৪/৩৭) নিজেকে দীর্ঘ পরিসরের ক্রিকেটে অপরিহার্যতার জানান দিয়েছিলেন। তবে ২০১৬ সালে ইংলিশ কাউন্টি ক্রিকেট সাসেক্সে খেলতে যেয়ে কাঁধের ইনজুরিতে পড়ে দীর্ঘ পরিসরের ম্যাচে মোস্তাফিজকে নিয়ে তেমন ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। হোমে স্পিন উইকেট বানিয়ে মোস্তাফিজের কদরটাও দেয়া হয়েছে কমিয়ে।
গত বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টের পর দেড় বছর অনুপস্থিত মোস্তাফিজ টেস্টে ! হোমে আফগানিস্তান, জিম্বাবুয়ের বিপক্ষে পর্যন্ত তাকে ব্যবহার করা হয়নি। ভারত, পাকিস্তান সফরে পর্যন্ত মোস্তাফিজ ছিলেন সাইড লাইনে। বিসিবি’র কেন্দ্রিয় চুক্তিতে লাল বল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজ।
তবে বোলিং কোচ ওটিস গিবসন দায়িত্ব নেয়ার পর মোস্তাফিজকে তিন ফরমেটে অপরিহার্য করে তুলতে চাচ্ছেন। শ্রীলংকার বিপক্ষে পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টে মোস্তাফিজের ম্যাচ উইনিং একটা স্পেলে তিন উইকেটের সেই ছবিটাই আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে দেখছে টিম ম্যানেজমেন্ট । মোস্তাফিজের এখন লক্ষ্য একটাই, বাংলাদেশ দলের হয়ে শুরুর মতো তিন ফরমেটে নিয়মিত হওয়া- ‘আমি তো চাই সব ফরমেটে খেলতে। এখন আমি চেস্টা করছি,কি কি কাজ করলে ফিটনেস বলেন,আর বোলিং স্কিল বলেন কোন কাজগুলো করলে সব ফরমেটে রেগুলার হতে পারি।’
খুলনা গেজেট/এএমআর

