বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে ৪ বছর বন্ধ থাকার পরে শুরু হয়েছে বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুডবল লীগ। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য চৌধুরী জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকীসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ-২০২২ টুর্নামেন্ট এ দুটি গ্রুপে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে মুসলিম স্পোটিং ক্লাব ৪-১ গোলে উন্মোচন ক্লাবকে পরাজিত করে।

খুলনা গেজেট/ টি আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন