বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ফুটবলকে বিদায় জানালেন ইমরোজ

ক্রীড়া প্রতিবেদক

২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন খুলনার কৃতি ফুটবলার মো. ইমরোজ চৌধুরী ওরফে ইমরোজ। ৩৮ বছর বয়সে ফুটবলকে বিদায় বললেন তিনি। ইমরোজ নগরীর বসুপাড়া ৬৯, এরশাদ আলী লেনের মরহুম সোহরাব আলী চৌধুরীর ছেলে।
শনিবার (১৩ আগস্ট) খুলনা জেলা স্টেডিয়ামে বিকেল সোয়া ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে চিরপ্রতিদ্বন্দ্বি খুলনা আবাহনী ক্রীড়া চক্র ও মোহামেডান ম্পোটিং ক্লাব। এ ম্যাচে মোহামেডানের জার্সি গায়ে শেষবারের মত মাঠে নামেন ইমরোজ।ফুটবলকে বিদায় বলার সঙ্গে সঙ্গে তিনি দু’হাত উঁচু করে গ্যালারীতে থাকা হাজার হাজার দর্শকদের অভিবাদন জানান। দর্শকরাও তাকে শ্লোগানের মাধ্যমে বিদায় বলেন। এসময় উভয় দলের খেলোয়াড়রা শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন ক্লাব ও সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

১৯৯৬ সালে কসমস ক্লাবের হয়ে খুলনা প্রথম বিভাগ ফুটবলে নাম লেখান এই কৃতি ফুটবলার। তার পর থেকে আর তাকে পিছনে ফিরে তাঁকাতে হয়নি। খেলেছেন আবাহনী, মোহামেডান ও ইয়ং বয়েজ ক্লাবে। খুলনার পর ঢাকার ক্লাবগুলোতে পেয়েছে অনেক সাফল্য। খেলেছেন ওয়ারী, রহমতগঞ্জ, ফরাশগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল স্মৃতি সংসদের মত বড় বড় ক্লাবে। এছাড়া অনুর্ধ্ব-১৪ জাতীয় দলের জার্সি গায়ে দিয়েছেন মো. ইমরোজ চৌধুরী ওরফে ইমরোজ। ফুটবলকে বিদায় বললেও ফুটবলের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। ইতোমধ্যে তিনি এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসি) থেকে সি (ডিপ্লোমা) ও বি (ডিপ্লোমা) কোচিং কোচ সনদপত্র গ্রহণ করেছেন। বর্তমানে তিনি মোহামেডান স্পোটিং ক্লাবের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি খুলনার ফুটবলের উন্নয়নে শেষ জীবন পর্যন্ত কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন