শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

টাইগারদের অনুশীলনে যোগ দিলেন ডোমিঙ্গোরা

ক্রীড়া প্রতিবেদক

করোনার কারণে সেই মার্চ থেকে বাংলাদেশে বন্ধ ক্রিকেট। তবে, আগামী অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে ক্রিকেটে ফিরতে চলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই সিরিজ সামনে রেখেই ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

আর ক্রিকেটারদের এই অনুশীলনে প্রথমবারের মতো যোগ দিলেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সহ কোচিং স্টাফের অন্য সদস্যরা।

১৪ দিনের কোয়ারেন্টাইন পূরণ হওয়ার আগেই সোমবার ক্রিকেট দলের অনুশীলনে যোগ দিয়েছেন রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক।

এর আগে করোনা নেগেটিভ কোচিং স্টাফরা যাতে অনুশীলনে যোগ দিতে পারেন সেজন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বিসিবি।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন