শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

আর্সেলানের জয়ে পর্দা উঠলো ইংলিশ প্রিমিয়ার লিগের

ক্রীড়া প্রতিবেদক

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা মাঠে গড়িয়েছে আর্সেনাল এবং ফুলহামের মধ্যকার ম্যাচ দিয়ে। আর প্রথম ম্যাচেই বাজিমাৎ আর্সেনালের। ফুলহামকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে মৌসুমের শুরুটা দুর্দান্ত করল মিকেল আর্তেতার শিষ্যরা।

আর্সেনালের হয়ে অভিষেক ম্যাচে আলো ছড়ালেন উইলিয়ান। ফুলহ্যামের বিপক্ষে জালের দেখা পেলেন আলেকসঁদ লাকাজেত, গাব্রিয়েল ও পিয়েরে-এমেরিক অবামেয়াং। দাপুটে জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন আসর শুরু করল মিকেল আর্তেতার দল।

ক্র্যাভেন কটেজে শনিবার ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ২০০৩-০৪ মৌসুমে সর্বশেষ লিগ শিরোপা জেতা দলটি।

২০২০-২১ মৌসুমের প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে স্রেফ গোলের দেখা পেলেন না উইলিয়ান। করলেন আর সবই। সুযোগ তৈরি করলেন, দুটি গোলে অবদানে রাখলেন। লিগ শুরুর ম্যাচে আর্সেনালের জয়ে রাখলেন বড় ভূমিকা।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন