বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

দুর্ঘটনায় পা কেটে হাসপাতালে মাশরাফি, লাগলো ২৭ সেলাই

ক্রীড়া প্রতি‌বেদক

নিজ বাসায় ঘটে যাওয়া দুর্ঘটনায় পা কেটে গেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। মাশরাফির পায়ে ২৭টি সেলাই পড়েছে।

জানা গেছে, ঘরে থাকা একটি কাঁচের টেবিলে সঙ্গে ধাক্কা লেগে পায়ের পেছনে কেটে যায় মাশরাফির। পরিবারের সদস্যরা দ্রুতই তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান।

তার পারিবারিক সূত্র বলেছে, ‘বাসায় কাঁচের টেবিলে ধাক্কা লেগেছিল। কাঁচ ভেঙে পায়ের পেছনের অংশে গুরুতর জখম হয়েছে। এখন তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। পায়ে আঘাত পাওয়ার জায়গায় ২৭টি সেলাই লেগেছে। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাশরাফি।’

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন