বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

মুস্তাফিজদের তৃতীয় পরাজয়

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের ২৭তম ম্যাচে দিল্লী ক্যাপিটালসকে ১৬ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে জায়গা দখল করেছে ব্যাঙ্গালোর, ডু প্লেসি-কোহলিদের অবস্থান এখন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ জড়ো করে ব্যাঙ্গালোর। দলের পক্ষে ৬৬ রান করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক, যিনি ইনিংসের ১৮টম ওভারে মুস্তাফিজুর রহমানের এক ওভারে চারটি চার ও দুটি ছক্কা হাঁকান।

৩৪ বলে ৫টি করে চার-ছক্কা হাঁকিয়ে এই ইনিংস গড়েন তিনি। তার আগে ৩৪ বলে ৫৫ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ২১ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ।

মুস্তাফিজ ছাড়া দিল্লীর বাকি চার বোলারই পেয়েছেন উইকেটের দেখা। শার্দূল ঠাকুর, খলিল আহমেদ, অক্ষর প্যাটেল ও কূলদীপ যাদব একটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায় দিল্লী। তবে ডেভিড ওয়ার্নারের ৩৮ বলে ৬৬ ও অধিনায়ক রিশভ পান্টের ১৭ বলে ৩৪ রানের দুই ইনিংস থামলে ম্যাচে ফেরে ব্যাঙ্গালোর। এরপর আর দিল্লীকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি ফাফ ডু প্লেসির দল।

মুস্তাফিজদের তৃতীয় পরাজয়, শীর্ষ তিনে ব্যাঙ্গালোর

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে দিল্লীর সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান, ৭ উইকেট হারিয়ে। ব্যাঙ্গালোরের পক্ষে জশ হ্যাজলউড তিনটি ও মোহাম্মদ সিরাজ দুটি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর
টস : দিল্লী ক্যাপিটালস

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ১৮৯/৫ (২০ ওভার)
কার্তিক ৬৬*, ম্যাক্সওয়েল ৫৫, শাহবাজ ৩২*
শার্দূল ২৭/১, অক্ষর ২৯/১, মুস্তাফিজ ৪৮/০

দিল্লী ক্যাপিটালস : ১৭৩/৭ (২০ ওভার)
ওয়ার্নার ৬৬, পান্ট ৩৪
হ্যাজলউড ২৮/৩, সিরাজ ৩১/২

ফল : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৬ রানে জয়ী।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন