বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

মুশফিকের আত্মাহুতিতে শুরুর হাসি ম্লান বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

তৃতীয় দিনের শুরু থেকেই মুশফিক ও ইয়াসির ভালোই লড়ছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিন্তু ১৯২ রানে আউট হয়ে যান ইয়াসির। এরপর মুশফিক তুলে নেন ফিফটি। কিন্তু ২১০ রানের মাথায় অভিজ্ঞ এই ব্যাটসম্যান মধ্যাহ্ন বিরতির আগে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে বোল্ড হন হার্মারের বলে। ৫১টি রান আসে তার ব্যাট থেকে। মুশফিকের আউটের অস্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনো পিছিয়ে ২৪৩ রানে। ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা: ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)

বাংলাদেশ: ২১০/৭ (৭০ ওভার)




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন