বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

সাজঘরে ফিরলেন ইয়াসির

ক্রীড়া প্রতি‌বেদক

৫ উইকেট হারিয়ে আগের দিনই অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। তৃতীয় দিনে সেখান থেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি। দুজনের জুটিতে আশার আলো দেখছিলেন বাংলাদেশের সমর্থকরা।

কিন্তু হঠাৎই ফিরতে হলো ইয়াসির আলিকে। কেশভ মহারাজের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত গেছেন তিনি। ৮৭ বল খেলে ৭ চারে ৪৬ রান করেছিলেন তিনি।

বৃষ্টির কারণে এমনিতে খেলা মাঠে গড়িয়েছিল কিছুটা দেরিতে। এরপর ভালোভাবেই দক্ষিণ আফ্রিকার বোলারদের সামলাচ্ছিলেন ইয়াসির ও মুশফিক। দুজনেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন ব্যক্তিগত অর্ধশতকের দিকে।

কিন্তু এমন সময়ই ফিরলেন ইয়াসির। তিনি আউট হলেও এখনও আশার আলো হয়ে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ রানে অপরাজিত আছেন তিনি। ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে বাংলাদেশ।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন