বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

তামিম-শান্তর জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শূন্য রানে মাহমুদুল হাসান জয় ফেরার পর খেলার হাল ধরেন তামিম ইকবাল-নাজমুল হোসেন শান্ত। শুরু থেকে তামিম দারুণ সব শটে বাউন্ডারি হাঁকিয়ে চাপ কমানোর চেষ্টা করেন। অন্য প্রান্তে থাকা শান্তও দারুণভাবে সঙ্গ দেন তামিমকে। দুজনের যুগলবন্দী লড়াইয়ে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তোলে। ১৩ ওভারে দলীয় পঞ্চাশ পূর্ণ করে। দুজনের জুটি ইতিমধ্যে পঞ্চাশ পেরিয়ে গেছে।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা: ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)

বাংলাদেশ: ৫৫/১ (১৪.৪ ওভার)

প্রথম ওভারে শূন্য রানে ফিরলেন জয়

ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে ফিরলেন মাহমুদুল হাসান জয়। অলিভিয়ের লেন্থ বলে পরাস্ত হন তিনি। পুশ করতে যেয়ে খোঁচা দিয়ে বসেন। প্রথম স্লিপে সহজে ক্যাচ ধরেন আরউই। প্রথম টেস্টে সেঞ্চুরি করা জয় ২ বল খেলে ফেরেন খালি হাতেই। বাংলাদেশেরও ভালো শুরু হলো না। ক্রিজে তামিম ইকবালের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন