শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

টাইগারদের ফের অনুশীলন বুধবার থেকে

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ দলের তিন জন সাপোর্টিং স্টাফ করোনায় আক্রান্ত হওয়ার পর গত কয়েক দিন হোম অব ক্রিকেটে ব্যক্তিগত অনুশীলন স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। তবে আগামী বুধবার আবারো ব্যস্ত হচ্ছে মিরপুরস্থ শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়াম।  এ দিন আবারো ব্যক্তিগত অনুশীলনে ফিরছেন  ক্রিকেটাররা।
বোর্ড প্রাথমিকভাবে তিন দিনের জন্য অনুশীলন স্থগিত করলেও পরবর্তীতে তা আরো দুই দিন বাড়ানো হয়।  সব কিছু ঠিক থাকলে বুধবার থেকে ক্রিকেটাররা আবার ব্যক্তিগত অনুশীলন শুরু করতে পারবেন।

বিসিবি ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন,  কয়েকজন সাপোর্টিং স্টাফের কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর আমরা  কয়েকদিনের জন্য অনুশীলন সূচি স্থগিত রেখেছিলাম। পরবর্তীতে সতর্কতা হিসেবে এটা বর্ধিত করা হয়।

তিনি আরো বলেন, আশা করছি বুধবার থেকে আমরা ফের অনুশীলন সূচি শুরু করতে পারব। ক্রিকেটাররা তাদের মত করে অনুশীলন করবে।  আমরা এরইমধ্যে ছোট ছোট  দলে অনুশীলন  শুরু করেছি এবং অনুশীলনের মাত্রা পর্যায়ক্রমে বাড়ানো হবে।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন