বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ভারতকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১০৮/৭ (২০ ওভার)
বাংলাদেশ ১০৯/১ (১১.১ ওভার)
ফলাফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী

বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টোয়েন্টির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ৯ উইকেটের বিশাল জয় নিয়ে শিরোপার উদযাপনে মেতেছে স্বাগতিকরা।

টস জিতে ব্যাট করতে নামে ভারত। ৭ উইকেট হারিয়ে ১০৮রান সংগ্রহ করে দলটি। ১০৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে টাইগাররা। রান তাড়ায় নেমে অধিনায়ক সমিত ও কাজলের স্বপ্নের মত শুরু হয়। মূলত বড় কাজটা করে দিয়েছেন কাজল। ৩৭ বলে ৬২ রান করেন এই ওপেনার।

তবে ম্যাচটা শেষ করে আসতে পারেননি কাজল, ৬২ রান করে ফিরেছেন তিনি। তবে ৯৯ রানের রেকর্ড উদ্বোধনী জুটি যখন ভাঙে, বাংলাদেশ তখন ছিল জয়ের বন্দরের খুব কাছে।

কাজলের বিদায়ের পর ক্রিজে আসেন জাবেদ। সমিত অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন অবিচল। দুজনে শেষ পর্যন্ত ম্যাচ শেষ করে আসেন। তাতেই বাংলাদেশ পায় ৯ উইকেটের বিশাল এক জয়, মাতে শিরোপার উল্লাসে।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন