বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রূপক একাডেমি

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার অনুর্ধ ১৬দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রূপক ফুটবল একাডেমি ইস্টার্ণ গেট চ্যাম্পিয়ন হয়েছে। সংলাপ সংস্থার আয়োজনে শুক্রবার(২৫ মার্চ) বিকালে গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় রূপক ফুটবল একাডেমি ২-০ গোলের ব্যবধানে স্বাগতিক গাড়াখোলা সংলাপ সংস্থা ফুটবল একাদশকে পরাজিত করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিল্পপতি হুমায়ুন আহমেদ ভূঁইয়া।

বিপিজিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, ইউপি সদস্য ডাঃ মোঃ কামরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লিপি খাতুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মোল্যা, মোঃ সলেমান মোল্যা, আলমগীর হোসেন নিলু, সুইম শেখ, মাহাবুর শেখ, মফিজ সরদার, জামাল হোসেন শেখ, জনি মোল্যা প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন