বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বাংলাদেশের, তামিম-লিটনের ১০০

ক্রীড়া প্রতিবেদক

ফন ডার ডুসেনের মিসফিল্ডে তামিম চার পেলেন, বাংলাদেশ পেরোল ১০০। লিটনের সঙ্গে তাঁর উদ্বোধনী জুটি অবিচ্ছিন্ন এখনো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের উদ্বোধনী জুটি ‘সেঞ্চুরি’ করল।

দুর্দান্ত বোলিংয়ে কাজটা সহজ করে দিয়েছেন তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে দিয়েছেন মাত্র ১৫৪ রানে। এবার এই ছোট লক্ষ্য টপকানোর দায়িত্ব ব্যাটারদের। সেই লক্ষ্যে জবাব দিতে নেমে উড়ন্ত শুরু করেছে বাংলাদেশ।

রেকর্ডনামা

তামিম-লিটনে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। তাদের কাজটা সহজ গেছে মূলত বোলারদের সৌজন্যে, ৫ উইকেট নিয়ে যাতে মূল ভূমিকা রেখেছেন তাসকিন আহমেদ। চতুর্থ বোলার হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একাধিকবার ৫ উইকেট নিয়েছেন এ ফাস্ট বোলার।

সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসেই ভেঙেছে বেশ কিছু রেকর্ড…




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন