শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

করোনা সতর্কতায় তিনদিন বন্ধ ক্রিকেটারদের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটারদের অনুশীলন তিন দিনের জন্য সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কয়েকজন সাপোর্ট স্টাফের মধ্যে করোনা উপসর্গ দেখা দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন ট্রেনার করোনা পজিটিভ হয়েছেন বলেও জানা গেছে।

করোনার হানায় শুক্র, শনি ও রবিবার মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, আমাদের মেডিক্যাল প্রটোকলে (স্বাস্থ্য বিধি) এই পরামর্শ দেওয়া আছে, যে কোনো ধরনের সমস্যা হলে একটা বিরতি দিতে হবে। এটা আমাদের মেডিক্যাল প্ল্যানেরই অংশ ছিল, কিছুটা বিরতি দিয়ে আবার শুরু করা হবে। সতর্কতাবশত এই ব্যবস্থা নেওয়া।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন