বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

লিটন-মুশফিক জুটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

দুটি সম্ভাবনাময় জুটি থমকে গেছে পঞ্চাশের আগেই। তবে তৃতীয় উইকেটে লিটন দাস ও মুশফিকুর রহিমের শতরানের জুটি এখন বড় সংগ্রহের দিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে।

১৩৬ বলে ১৩১ রানের জুটি গড়ে ফেলেছেন লিটন-মুশফিক।

আজ শুরু থেকেই দারুণ খেলছেন লিটন। ওপেনিংয়ে নেমে প্রথম ৫-৬ বলে তাকে অস্বস্তিতে ভুগতে দেখা গেছে।

এর পর থেকেই বল দেখছেন ঠিকভাবে। অসীম ধৈর্য নিয়ে এক প্রান্ত আগলে রাখছেন তিনি। এক-দুই নিয়ে খেলছেন। প্রয়োজনে ডট দিচ্ছেন। কোনো ঝুঁকি নিচ্ছেন না। কেবল নিজের জোনে পেলেই মারছেন বাউন্ডারি। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬৫ বলে ছুঁয়েছেন ফিফটি।

ওয়ানডেতে এটি ডানহাতি ব্যাটসম্যানের চতুর্থ ফিফটি। ৫০ ছোঁয়া আগের সাত ইনিংসে সেঞ্চুরি চারটি। সেই ফিফটিকে এখন নিয়ে যাচ্ছেন তিন অঙ্কের ঘরের দিকে।

৯৮ বলে ১২ বাউন্ডারি হাঁকিয়ে ৮৯ রানে অপরাজিত তিনি। অপরপ্রান্তে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন মিডল অর্ডারে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা মুশফিক। দীর্ঘ ক্যারিয়ারের ২৫তম ফিফটি হাঁকিয়েছেন ইতোমধ্যে।

৭ বাউন্ডারিতে ৭০ বল মোকাবিলা করে ৬২ রানে অপরাজিত তিনি।

খেলার এই পর্যায়ে ৩৮ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২১৫ রান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন