বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কিষাণ ঝড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত

ক্রীড়া ডেস্ক

আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ঝড় তুললেন রোহিত শর্মা ও ঈষাণ কিষাণ। পরে ওই ঝড় বয়ে নিলেন শ্রেয়াস আয়ারও। তাতে বড় সংগ্রহ পেল ভারত। ওই লক্ষ্য টপকাতে নেমে পাল্লা দিতে পারল না শ্রীলঙ্কা। ৬২ রানের বড় জয়ে সিরিজ শুরু করল স্বাগতিকরা।

লক্ষ্মৌতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন ভারতের দুই ওপেনার। রোহিত ও কিষাণ গড়েন ১১১ রানের জুটি। ২ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৪৪ রান করে আউট হন ভারতীয় অধিনায়ক।

সেঞ্চুরি পেতে পারতেন কিষাণ। কিন্তু ১৭তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ১০ চার ও ৩ ছক্কায় ৫৬ বলে ৮৯ রান করেন তিনি। এরপর ক্রিজে এসে ঝড় তুলেন শ্রেয়াস আয়ারও। ৫ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৫৭ রান করেন তিনি।

নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৯৯ রান করে ভারত। শ্রীলঙ্কার পক্ষে ১টি করে উইকেট নেন দাসুন শানাকা ও লাহিরু কুমারা।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি লঙ্কানদের। কোনো রান না করেই সাজঘরে ফেরত যান ওপেনার পাথুম নিশাঙ্কা। ১২ বলে ১৩ রান করেন আরেক ওপেনার কামিল মিশরা।

চারিথ আশালাঙ্কা ছাড়া আর কোনো ব্যাটসম্যানই সেভাবে ইনিংস লম্বা করতে পারেননি। কেউই পারেননি রান রেটের সঙ্গে পাল্লা দিতে। ৪৭ বলে ৫৩ রান করে শেষ পর্যন্ত অবশ্য অপরাজিত থাকেন চারিথ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন