বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

শুরুতেই আফগান উইকেটের পতন

ক্রীড়া প্রতিবেদক

সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। ইনিংসের তৃতীয় ওভারেই ওপেনার রহমতউল্লাহ গুরবাজকে হারিয়েছে অতিথিরা। মুস্তাফিজুর রহমানের বলে বাংলাদেশ অধিনায়ক তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরিয়েছেন রহমতউল্লাহ। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারিয়েছে সফরকারীরা।

লম্বা সময় পর ওয়ানডে ক্রিকেট খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে এ ম্যাচে অভিষেক হয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির। এর আগে গত নভেম্বরে চট্টগ্রামেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এবার একই মাঠে ওয়ানডে অভিষেক হয়ে গেল চট্টগ্রামের এ ক্রিকেটারের।

বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে সিরিজটি খেলছে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়া সিরিজটিতে রশিদ খানদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ।

বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে লাল-সবুজের দলের ওপরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রেটিং ব্যবধান ২। আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে, বাংলাদেশের রেটিং হবে ৯৪। তাই পাকিস্তান সরিয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে টাইগারেরা।

আর সিরিজে হোয়াইটওয়াশ হলেও র‌্যাঙ্কিংয়ের দশম স্থানেই থাকবে আফগানিস্তান। তবে, ৩ রেটিং পয়েন্ট হারাবে তারা। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে আফগানরা।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন