শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

খুলনায় কোয়াব টি-টোয়েন্টির চতুর্থ দিনে গ্রীন ফিল্ড একাডেমীর জয়

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এর খুলনা শাখা আয়োজিত কোয়াব টি-টোয়েন্টি ক্রিকেটের চতুর্থ দিনে জয় পেয়েছে গ্রীন ফিল্ড ক্রিকেট একাডেমী। গতকাল শনিবার সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ১৪২ রানের বড় ব্যবধানে ফিয়ারলেস টাইগারকে পরাজিত করে।

এদিন আগে ব্যাট করতে নেমে গ্রীন ফিল্ড ক্রিকেট একাডেমী নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। দলের হয়ে ওহিদুল সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া ৪৩ রান করে অপরাজিত থাকেন রাজা। প্রতিপক্ষের উজ্জল নেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে মাত্র ২১ রান করে অল আউট হয়ে যায় ফিয়ারলেস টাইগার। দলের কোন ব্যাটসম্যানই দুই অংকের কোটায় রান করতে পারেননি।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন