বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ব্রিলিয়ান্ট বাংলাদেশ : মাইকেল ভন

ক্রীড়া প্রতিবেদক

মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮ উইকেটের জয় তুলে নিয়ে প্রশংসার সাগরে ভাসছে বাংলাদেশ। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এক বার্তায় টাইগারদের প্রশংসা করেছেন। সাবেক আইরিশ তারকা নেইল ও’ব্রায়েনও টাইগারদের নিয়ে আবেগী বার্তা দিয়েছেন।

টস জিতে আগে বল করতে নেমে প্রথম চারদিনেই জয়ের রসদ তৈরি করে রেখেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে কিউইদের ৩২৮ রানে বেঁধে ফেলে টাইগাররা। জবাবে ৪৫৮ রান করে প্রথম ইনিংসেই নিজেদের অবস্থান শক্ত করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেনের পেস তোপে ১৬৯ রানে গুঁটিয়ে যায় নিউজিল্যান্ড। ৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটের জয় পায় বাংলাদেশ।

এই জয়ে বিশ্ব জুড়ে ক্রিকেট ব্যক্তিত্বদের প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিখেছেন, “ব্রিলিয়ান্ট বাংলাদেশ”।

ও’ব্রায়েন লিখেছেন, “বাংলাদেশের সকল মানুষের জন্য আমি খুবই খুশি আজ। সেখানে খেলোয়াড় হিসেবে সফরে গিয়েছি এবং একাধিকবার বিপিএলে কাজ করেছি। দেশটির ক্রিকেট প্রেমীদের জন্য এটি খুব বড় একটি মুহূর্ত। ভালো খেলেছেন টাইগাররা। অসাধারণ!”

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন