বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত

ক্রীড়া প্রতিবেদক

ডে টেস্ট জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির দল।

ভারতের পেসারদের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিক দল।

এশিয়ার প্রথম দল হিসেবে সেঞ্চুরিয়নে কোনো টেস্ট জয়ের কীর্তি গড়েছে ভারত। পঞ্চম ও শেষ দিনে জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে তাড়া করতে হত ৩০৫ রান। ৪ উইকেটে ৯৪ রান নিয়ে খেলতে নেমে জেতাটা প্রায় অসম্ভব ছিল। তবে সুযোগ ছিল ড্র করে ম্যাচ বাঁচানোর।

ডিন এলগার ও টেম্বা বাভুমা সেই চেষ্টা চালিয়েও হার এড়াতে পারেননি। ১৫৬ বলে ৭৭ রান করে বিদায় নেন এলগার। বাভুমা ৮০ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন।

বাকি সতীর্থরা ভারতীয় পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলে ৬৮ ওভার ব্যাট করে ১৯১ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।
ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাকহ ও মোহাম্মদ শামি।

এছাড়া মোহাম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট শিকার করেন।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন