বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

১৫১ রানে প্রথম উইকেটের পতন, জয়ের পথে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

অপেক্ষা ফুরাচ্ছিল না কিছুতেই। ধীরে ধীরে নিজেদের রানটা বাড়িয়ে নিচ্ছিল পাকিস্তান। এগিয়ে যাচ্ছিল জয়ের দিকে। কিন্তু বাংলাদেশের বোলাররা ফেলতে পারছিলেন না একটা উইকেটও। অবশেষে শেষ হলো ওই অপেক্ষা।

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১৫১ রানে এসে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান।

মেহেদীর বলে ফিরেছেন পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক। তার বল সুইপ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু বল লেগে যায় প্যাডে। আবেদন করলে আঙুল তুলে দেন আম্পায়ার।

কিন্তু আউট মেনে নিতে পারছিলেন না শফিক। রিভিউ আবেদন করেন তিনি। পরে দেখা যায় আম্পায়ারস কল। ৮ চার ও ১ ছক্কায় ১২৯ বলে ৭৩ রান করে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় শফিককে।

এখনও অবশ্য জয়ের পথেই আছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৫৭ রান করে সফরকারীরা। জয়ের জন্য তাদের প্রয়োজন ৪৫ রান।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন