বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

অলআউটের দুয়ারে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

পাঁচ উইকেট শিকার হয়ে গেছে। তবে তাইজুল ইসলামের স্পিন-জাদু শেষ নয় এখানেই। এবার এলবিডব্লিউর ফাঁদে ফেলে তুলে নিয়েছেন নুমান আলীকে। তাতে অলআউট থেকে মাত্র এক উইকেট দূরত্বে ঠেলে দিলেন পাকিস্তানকে।

তাইজুলের অফ স্টাম্পের বাইরে করা বলটা টার্ন নিয়ে এসে আঘাত হানে নুমানের হাঁটুতে। সঙ্গে সঙ্গে রিভিউ করে বসেন ব্যাটার। ব্যাটে, না প্যাডে আগে লেগেছে তা নিয়ে ছিল সংশয়।

ঠিক যেমন গতকাল হয়েছিল মুশফিকুর রহিমের সঙ্গে। তাকে বিদায় করা ডেলিভারিটা যখন ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় প্যাডে ঘষা লেগেছিল ব্যাটের। সেক্ষেত্রে মুশফিক বেনেফিট অফ ডাউট পাননি, আজ যেমন পেলেন না নুমান। মাঠের আম্পায়ার আউট দেওয়ায় পাল্টায়নি সিদ্ধান্ত, তাইজুলের ঝুলিতে জমা পড়ে ষষ্ঠ উইকেট।

 

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন