Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ম্যাচ বাঁচাতে লড়ছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

এই টেস্টে আর পাকিস্তানের জয় পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। বরং হারের পথেই রয়েছে পাকিস্তান। তাদের সামনে বাঁচার উপায় একটাই খোলা-ড্র। কিন্তু শেষ দুই দিনের উইকেটে টিকে ড্র করাও তো চাট্টিখানি ব্যাপার নয়!

সোমবার আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০০ রান। ইনিংস হার এড়াতে এখনও ২১০ রান করতে হবে পাকিস্তানকে।

সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে তবু লড়ছে পাকিস্তান। মাঝেসাঝে বৃষ্টিও অনেকটা পথ এগিয়ে দিচ্ছে। কিন্তু বৃষ্টির আনুকূল্যের আশা করতে হলেও তো উইকেটে টিকে থাকতে হবে।

উদ্বোধনী জুটিতে সেই চেষ্টাটাই করেছেন শান মাসুদ আর আবিদ আলি। ২৩.৪ ওভার তারা কাটিয়ে দিয়েছিলেন নির্বিঘ্নে। শেষতক পাকিস্তানের ওপেনিং জুুটিটি ভাঙেন স্টুয়ার্ট ব্রড।

ইংলিশ পেসারের উইকেটের মাঝে থাকা এক ডেলিভারি বুঝতে না পেরে ছেড়ে দিতে চেয়েছিলেন শান মাসুদ। প্যাডে বল লাগলে আম্পায়ার আঙুল তুলে দেন। ৬৬ বল মোকাবেলায় ২ বাউন্ডারিতে ১৮ রানে থাকা মাসুদ রিভিউ নিয়েছিলেন। কিন্তু আম্পায়ার্স কল যায় বোলিং দলের পক্ষে।

এরপর আবিদের সঙ্গে জুটি বাঁধার চেষ্টায় আজহার আলি। ম্যাচ বাঁচাতে এই জুটিও প্রস্তর যুগের ব্যাটিংই করছে। ৮.২ ওভারের জুটিতে তারা তুলেছেন মাত্র ৯ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা আজহার আলী অপরাজিত আছেন ২৯ রানে। আবিদ আলী আউট হন ৪২ রান করে।

এখনও ইনিংস পরাজয় এড়াতে ২১০ রান করতে হবে পাকিস্তানকে। ম্যাচ বাঁচাতে বৃষ্টি আর ভাগ্য দুটোই দরকার পড়বে সফরকারিদের। সিরিজ হার তো বলতে গেলে নিশ্চিত হয়েছে, ১-০ ব্যবধানটা যেন ২-০ না হয়, সেই লক্ষ্যই এখন আজহারের দলের।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন