বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

ক্রীড়া ডেস্ক

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের।

ইনজুরির কারণে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া যাবে না সাকিবকে। তিনি আরব আমিরাত থেকে পরিবার নিয়ে পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। ক্লিনিক্যাল পরীক্ষায় তার এই চোট গ্রেড-১ এর বলে নির্ণয় করা হয়েছে। যার ফলে আসরের বাকি দুই ম্যাচে তার আর খেলা হচ্ছে না। তিনি বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন।

দুই-এক দিনের মধ্যেই টিম হোটেল ছেড়ে সংযুক্ত আরব-আমিরাত থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাবেন সাকিব।

এর আগে চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে যায় বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। তার পরিবর্তে রিজার্ভ থেকে পেসার রুবেল হোসেনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়।

বিশ্বকাপের চলমান আসরের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম তিন খেলায় শ্রীলংকা, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ করে ফেলেছে টাইগাররা।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন