বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের রোমাঞ্চকর জয়

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে পাকিস্তান। শেষ দুই ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ২৪ রানের। তবে এক ওভার হাতে রেখেই ৫ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। আসিফ আলী চারটি ছক্কার মাধ্যমে মাত্র ৭ বলে ২৫ রান করে। তার ঝড়ো ব্যাটিংয়ে শেষমুহুর্তে জয় পেয়েছে পাকিস্তান।

আফগানিস্তানের বিপক্ষে যখন দারুণ চাপে, তখন ১৯তম ওভারে চারটি ছক্কা মেরে পাকিস্তানকে ৫ উইকেটের দারুণ এক জয় এনে দিলেন আসিফ আলি।

আফগানদের ছুঁড়ে দেয়া ১৪৮ রানের জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে যখন ধুঁকতে শুরু করেছিল পাকিস্তান এবং শেষ মুহূর্তে জয়টা কঠিন হয়ে পড়েছিল, তখনই মাঠে নামেন আসিফ আলি।

এরপর মাত্র ৭টি বল মোকাবেলা করলেন। করিম জানাতের করা ১৯তম ওভারে ৪টি ছক্কা মারলেন আসিফ। তাতেই জয় নিশ্চিত হয়ে গেলো পাকিস্তানের।

বিস্তারিত আসছে..

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন