বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

আয়ারল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

নিজেদের দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হয়েছে আইসিসি আয়োজিত অফিসিয়াল এই প্রস্তুতি ম্যাচটি। আবু ধাবির গ্রাউন্ড টুতে টস জেতেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বলবার্নি।

বিশ্বকাপের বাছাইপর্বে নামার আগে এটাই সবশেষ প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে চার উইকেটে হারে বাংলাদেশ। আর মাসকাটে খেলা ওয়ার্ম আপ ম্যাচে ওমান এ-দলকে ৬০ রানে হারায় টাইগাররা।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ম্যাচের একাদশ থেকে।

দুই পেইসার নিয়ে খেলছে বাংলাদেশ। তাসকিন আহমেদের সঙ্গে একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের সঙ্গে আইপিএল টুর্নামেন্ট খেলে ফেরা মুস্তাফিজের এটিই প্রথম প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের হয়ে।

পিঠের চোটের কারণে এই ম্যাচেও খেলছেন না টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার জায়গায় বাংলাদেশের অধিনায়কত্ব করছেন লিটন দাস।

বাংলাদেশ দল: নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, শামীম হোসেন, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন