Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অর্থ পুরস্কার পেলেন সাফজয়ী পাঁচ নারী ফুটবলার

বছর তিনেক আগেই সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এরপরই অভিনন্দনে ভেসেছে তারা। সঙ্গে সংবর্ধনার সঙ্গে আর্থিক পুরস্কারের ঘোষণাও ছিল। এরমধ্যে সংবর্ধনা দেওয়া হলেও জনতা ব্যাংক খেলোয়াড়দের আর্থিক পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই পুরস্কার থেকে বাদ পড়েছিলেন পাঁচ নারী খেলোয়াড়। বৃহস্পতিবার হাতে হাতে তুলে দেওয়া হলো সেই আর্থিক পুরস্কার।

জনতা ব্যাংকের কার্যালয়ে পাঁচ নারী ফুটবলারের হাতে ২৫ হাজার টাকা করে তুলে দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজার জয়নাল আবেদীন।

আর্থিক পুরস্কার পাওয়া সেই পাঁচ নারী ফুটবলাররা হলেন- সাগরিকা, দীপা খাতুন, রুনা আক্তার, পারভীন সুলতানা ও রুমি আক্তার।

নানা কারণে এই পাঁচ খেলোয়াড়কে দিতে না পারলেও এবার ব্যাংক কর্তৃপক্ষ আর্থিক পুরস্কার তুলে দিয়েছে। একইসঙ্গে তাদের উপহার সামগ্রী প্রদান করেন জনতা ব্যাংকের কর্মকর্তারা।

এমন প্রাপ্তিতে দলের ডিফেন্ডার রুনা আক্তার প্রতিক্রিয়ায় বলছিলেন, ‘আমরা ধন্যবাদ জানাই ব্যাংক ও বাফুফে’কে। আমরা দুই বোনই পুরস্কার পেয়েছি। করোনার এই দুঃসময়ে এ অর্থ কাজে লাগবে।’

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন