বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেতৃত্বে লিটন

ক্রীড়া প্রতিবেদক

ওমান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিং করবে বাংলাদেশ একাদশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওমানের অধিনায়ক আমির কলিম। শুক্রবার (৮ অক্টোবর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।

এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কত্ব করবেন লিটন কুমার দাস। আর সাবসটিটিউট খেলোয়াড় হিসেবে আছেন আমিনুল ইসলাম বিপ্লব ও রুবেল হোসেন।

ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের প্রস্তুতিতে বড় সুযোগ। নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মুশফিক, মাহমুদউল্লাহরা। শনিবার বাংলাদেশ দল যাবে আরব আমিরাতে। সেখানে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের পর আবার ওমানে ফিরবে প্রথম রাউন্ডের খেলা খেলতে। সুপার-১২ রাউন্ডে যেতে এই প্রথম পর্ব টপকাতে হবে লাল-সবুজ জার্সিধারীদের।

বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

ওমান ‘এ’ দল : আমির কলিম (অধিনায়ক), প্রুথবি কুমার, শোয়াইব খান, খালিদ কাইল, অক্ষয় পেটেল, খুররম খান, মেহরান খান, রউফ আতাউল্লাহ (উইকেটরক্ষক), রফিউল্লাহ, সামায় শ্রীভাস্তা, ওবাইদুল্লাহ, ওয়াসিম আলী, মুজাহির রাজা ও রানা নাঈম।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন