Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দ্রুত ফুটবলের নতুন মৌসুম শুরু চায় ক্লাবগুলো

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে মাঝপথে ফুটবল মৌসুম পরিত্যক্ত হওয়ায় নতুন মৌসুমটা একটু আগে শুরুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের ইচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই দলবদল শুরু করতে।

মৌসুম শেষ না হওয়ায় ক্লাব ও ফুটবলারদের মধ্যে কিছু দেনা-পাওনার হিসেবে রয়ে গেছে। এসব মিটমাট না করলে নতুন মৌসুমের দলবদল শুরু সম্ভব না। যে কারণে, দলবদলের তারিখ নির্ধারণের আগে ক্লাব-ফুটবলার দ্ইু পক্ষের সঙ্গে আলোচনা করছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি।

বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বসেছিল প্রফেশনাল লিগ কমিটি। মোহামেডান ও ব্রাদার্স ছাড়া বাকি ১১ ক্লাবের প্রতিনিধি ছিলেন বাফুফে ভবনে অনুষ্ঠিত সভায়। সেখানে ক্লাবগুলো দ্রুত নতুন মৌসুম শুরুর বিষয়ে ইতিবাচক বক্তব্য দিয়েছেন বলে সভা শেষে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী।

‘আমি ক্লাবগুলোকে অবশ্যই ধন্যবাদ জানাবো। তারা সভায় উপস্থিত হয়ে ইতিবাচক মতামত দিয়েছেন। তারাও খেলা শুরুর পক্ষে মতামত দিয়েছেন। দুই পক্ষের মধ্যে যে ইস্যু ঝুলে আছে পারিশ্রমিক নিয়ে তা যৌক্তিক সমাধান দিতে হবে। আমি মনে করি, দুই পক্ষই ফুটবলের স্বার্থে ছাড় দেবে।’

আগামী সোম বা মঙ্গলবার ফুটবলাদের সঙ্গে আলোচনা করবে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। ২৬ আগস্ট জরুরি সভা করে নতুন মৌসুমের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন