বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

প্রধানমন্ত্রীর জন্মদিনে ফকিরহাটে নৌকা বাইচ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফকিরহাটে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার চিত্রা নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মূলঘর ইউনিয়ন আওয়ামীলীগ ও কাঠালবাড়ী যুব সংঘের আয়োজনে বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহন করেন।নৗকাবাইচ দেখতে চিত্রা নদীর দুই কূল জুড়ে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মূখরিত হয়ে উঠে।প্রতিযোগিতায় ভাই ভাই নৌকা বাইচ দল প্রথম স্থান ও রুদ্রগাতীযুব সংঘ দ্বিতীয় স্থান অধিকার করেছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার, আমিনুর রশিদ মুক্তি সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ প্রতিযোগিরা উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন