মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে ব্যবসায়ী প্রীতি ফুটবল ম্যাচ

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে আনন্দমুখর পরিবেশে দর্শকদের লক্ষ্যনীয় উপস্থিতিতে বাজার বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্যারেড গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় রাকিব ক্লথ ষ্টোর ফুটবল একাদশ বনাম সওদা গার্মেন্টস একাদশ।

খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে ৬/৫ গোলের ব্যবধানে রাকিব ক্লথ ষ্টোর একাদশ বিজয়ী হয়। খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দল রাকিব ক্লথ ষ্টোর একাদশের অধিনায়ক সাকিব হোসেনসহ অন্যান্যদের হাতে প্রথম পুরস্কার একটি ফ্রিজ তুলে দেয়া হয়।

অপরদিকে রানার্সআপ সওদা গার্মেন্টস একাদশের পক্ষে অধিনায়ক বাপ্পী হোসেনসহ অন্যান্য খেলোয়াড়দের হাতে দ্বিতীয় পুরস্কার একটি ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন তুলে দেয়া হয়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন