Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

করোনায় আক্রান্ত যুব দলের ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

যুব ক্রিকেটে করোনার হানা। অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পাওয়া বরিশাল বিভাগের পেস অলরাউন্ডার ইফতেখার হোসেন ইফতি করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে ১৪ দিনের আইসোলেশনে রাখা হচ্ছে। দুইবার তার পরীক্ষা করানো হবে। দুইবার করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসলে তাকে নেওয়া হবে যুব দলের ক্যাম্পে।

৪৫ ক্রিকেটার নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প হবে বিকেএসপিতে। এখান থেকেই বেছে নেওয়া হবে আকবর আলীদের উত্তরসূরি। যাদেরকে দুই বছর অনুশীলন করিয়ে ২০২২ যুব বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হবে।

আগামী সপ্তাহ থেকে শুরু হবে ক্যাম্প। তিন ভাগে বিকেএসপিতে দল পাঠাচ্ছে বিসিবি। প্রথম দফায় ১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। প্রত্যেকে নেগেটিভ আসায় তাদেরকে পাঠানো হয়েছে বিকেএসপিতে।

দ্বিতীয় দফায় মঙ্গলবার আরো ১৫ ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে একজনের করোনা টেস্ট পজিটিভ এসেছে। বাকিরা আজ যাচ্ছে বিকেএসপি। বিষয়টি নিশ্চিত করে বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার রাইজিংবিডিকে বলেছেন, ‘ইফতি নামের একজন পেস অলরাউন্ডার আছে যারা করোনা পজিটিভ এসেছে। তাকে আইসোলেশনে রাখা হচ্ছে। বাকিরা প্রথম দলের সঙ্গে বিকেএসপি যোগ দেবেন।’

বিসিবির এ কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার আরো ১৫ ক্রিকেটারের করোনা টেস্ট করানো হবে। এরপর আগামী সপ্তাহ থেকে বাংলাদেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিকেএসপিতে এ ক্যাম্প চলার কথা রয়েছে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন