Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

টানা অনুশীলনে মুশফিক-মুমিনুলরা

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শের-ই-বাংলায় চলছে ক্রিকেটারদের তৃতীয় ধাপের ব্যক্তিগত অনুশীলন। তৃতীয় দিনের মতো অনুশীলন করেছেন সূচিতে থাকা ব্যাটসম্যানরা। তবে এদিন অনুপস্থিত ছিলেন বোলাররা।

বিসিবি’র সূচি অনুযায়ী মঙ্গলবার (১৮ আগস্ট) অনুশীলন শুরু করেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। সকাল দশটায় মিরপুরে এসে সৌম্য সোজা চলে যান শের-ই-বাংলার ইনডোরে ব্যাটিং অনুশীলনের জন্য। সেখানে প্রায় এক ঘণ্টা ব্যাটিং করেন তিনি। এরপর করেন রানিং।

সৌম্য যখন ব্যাটিং শেষে চলে আসেন এরপরই ব্যাটিংয়ের জন্য ইনডোরে যান মুশফিকুর রহিম। প্রায় ঘণ্টাব্যাপী ব্যাটিং করেছেন মুশি। এরপর মূল মাঠে করেছেন রানিং।

এরপর সূচি অনুযায়ী অনুশীলনে ঘাম ঝড়ান মমিনুল হক, সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও আফিফ হোসেন ধ্রুব। তবে বোলারদের কাউকে এদিন অনুশীলনে হাজির হতে দেখা যায়নি।

এদিকে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আগামী ২১ সেপ্টেম্বের থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প। এর আগে ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের বাসায় গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। আর ২০ সেপ্টেম্বর ক্রিকেটারদের টিম হোটেলে রাখা হবে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন