Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

টাইগারদের হেড কোচ ডমিঙ্গো আসছেন ২ সেপ্টেম্বর

ক্রীড়া প্রতিবেদক

সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প। এই ক্যাম্পকে সামনে রেখে আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এমনটাই জানিয়েছে, ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ‘ক্রিকবাজকে’। বাংলাদেশে এসে ১৪ দিন স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকতে হবে এই কোচকে।

বাংলাদেশের অন্যান্ন সাপোর্টিং স্টাফরাও ক্যাম্প শুরুর আগেই ঢাকায় পা রাখার কথা রয়েছে। ক্যাম্প শুরুর আগে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের করোনা পরীক্ষা। শ্রীলঙ্কা সফরের আগে আরও দুইবার করোনা পরীক্ষা হবে তাদের।

২০ সেপ্টেম্বর টিম হোটেলে উঠার কথা রয়েছে টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের। শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হতে পারে ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে। এই বিষয়গুলো নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি বলেন, ‘১৮ তারিখ আমরা সবার বাসায় গিয়ে কোভিড টেস্ট করবো। এরপর ২০ তারিখের দিকে হোটেলে ওঠার চিন্তা ভাবনা করেছি। ২১ তারিখ থেকে কিছুদিন অনুশীলন করে আমরা শ্রীলঙ্কা যাবো। কোচিং স্টাফরা আগামী মাসের প্রথম দিকে এসে পড়বে। কোয়ারেন্টাইনে থাকার পরই তারা মাঠে এসে অনুশীলন করাতে পারবে।’

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন