মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শুরুতেই ফিরলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক

মাত্র ৯৪ রানের লক্ষ্য। তারপরও সতর্ক শুরুতে এগোচ্ছে বাংলাদেশ। প্রথম দুই ওভালে লিটন দাস ও মোহাম্মদ নাঈম চার রান তোলেন। তৃতীয় ওভারে লিটন মিডউইকেট দিয়ে চার মারেন কোল ম্যাককনচিকে। পরের বলে আবারও জোরের ওপর সুইপ করতে গিয়ে ক্যাচ তুললেন লিটন।

ম্যাকনকি একটু টার্নের দেখা পেয়েছিলেন। ডিপ স্কয়ারে ফিন অ্যালেনের ভালো ক্যাচে পরিণত হলেন লিটন। লিটন ৬ রান করে ফিন অ্যালেনের ক্যাচ হন। ডিপ মিডউইকেটে দারুণ ক্যাচ ধরেন কিউই ফিল্ডার।

এ ম্যাচের আগে লিটন বলেছিলেন, আগের ম্যাচে আরেকটু চিন্তা-ভাবনা করে খেলতে পারতেন তিনি। আজও পারতেন নিশ্চিতভাবেই। তবে লিটন সে পথে গেলেন না, গেলেন ড্রেসিংরুমের পথে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন