মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাইফউদ্দিনের জোড়া আঘাত

ক্রীড়া প্রতিবেদক

বল হাতে নিয়েই দলকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন সাইফউদ্দিন। সপ্তম ওভারে আক্রমণে এসে জোড়া আঘাত হেনেছেন বাংলাদেশের পেসার। তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান উইল ইয়াং ও কলিন ডি গ্র্যান্ডহোমকে। দুজনই হয়েছেন এলবিডব্লু।

সাইফউদ্দিনের লেন্থ বলে পরাস্ত হলেন উইল ইয়ং। অফ ও মিডল স্ট্যাম্পের মাঝের বল ব্যাট মিস হয়ে লাগে পায়ে। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেয় নিউ জিল্যান্ড। তবুও বাঁচতে পারেননি ইয়ং।

ষষ্ঠ বলে এলবিডব্লিউ করে ফেরান গ্র্যান্ডহোমকেও। এবার রিভিউ নিয়েছিল কিউইরা। এবারও তাদের পক্ষে যায়নি। এক ওভারেই দুই উইকেটের সঙ্গে দুটি রিভিউ হারালো সফরকারীরা। ইয়ং ২০ বলে ২০ রান করলেও গ্র্যান্ডহোম রানের খাতা খুলতে পারেননি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন