মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফিন অ্যালেন ফেরালেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

করোনা পজিটিভ হওয়ায় প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ফিন অ্যালেন। আজ তৃতীয় টি–টোয়েন্টিতে ওপেন করতে নেমে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছেন কিউই ব্যাটসম্যান। প্রথম ওভারে ভালো শুরু করে সেই আশার প্রতিদান দেওয়ার ইঙ্গিতই দিয়েছিলেন অ্যালেন।

টাইগার অধিনায়ক তৃতীয় ওভারের দায়িত্ব তুলে দেন মুস্তাফিজুর রহমানের হাতে। মোস্তাফিজের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। ১৫ রান করে মোস্তাফিজুর রহমানের বলে মিড অনে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

রোববার (৫ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন