মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতন

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ শুরুর পর যেনো হঠাৎ ছন্দপতন ঘটে বাংলাদেশের ব্যাটিংয়ে। গোল্ডেন ডাক মারলেন মুশফিকুর রহিম। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে উদ্বোধনীতে ৫৯ রানের পর বিদায় নেন লিটন দাস। পরের বলেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৭ বলে ১২ রান করে ফেরেন সাকিব আল হাসান। তার বিদায়ে ৭২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। রবীন্দ্রের বলে আরেকটি উইকেটের পতন। ৩৯ বলে ৩৯ রান করে ফেললেন নাঈম। অনেক পরিশ্রমী ইনিংসে তিনটি চার ছিল নাঈমের। লং অনে ব্লান্ডেলের হাতে ধরা পড়েছেন চতুর্থ বাউন্ডারির আশায়। বাংলাদেশ ৪ উইকেটে ১০৬। আর আফিফের ইনিংস তিন বল খেলে ৩ রান করে এই ইনিংসে এজাজ প্যাটেলকে প্রথম উইকেটের স্বাদ দিলেন এই বাঁহাতি।

শুক্রবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল চারটায় শুরু হওয়া ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে সর্বনিম্ন ৬০ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের সহজ জয় পায় টাইগাররা।

সেই ম্যাচে জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে ১০ নম্বর পজিশন থেকে ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সাতে উঠে যায় বাংলাদেশ।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সাত নম্বর পজিশন থেকে ছয়ে উঠে যাবে টাইগাররা। এই ম্যাচ শুরুর আগে ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে অস্ট্রেলিয়া।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন